Asknowbd প্রশ্ন - এর কার্যক্রম সম্পর্কে কিছু প্রশ্নোত্তর। (FAQ)

যদি আপনি আমাদের সাইটের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে নিম্নলিখিত প্রশ্নোত্তরগুলো মাধ্যমে আপনি আমাদের সাইটের কার্যক্রম সম্পর্কে মৌলিক ধারণা জেনে নিতে পারবেন। আপনি যে প্রশ্নটি জানতে চান, তাতে ক্লিক করলেই ঐ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

✓✓Asknowbd কি ?
Asknowbd বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। আস্ক প্রশ্ন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার সকল প্রশ্ন কিংবা সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনি অন্য জনের প্রশ্নের উত্তর কিংবা সমস্যার সমাধান দিতে পারবেন। প্রশ্ন করা ও উত্তর দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আস্ক প্রশ্ন- এ নিবন্ধন করতে হবে।

✓✓কিভাবে Asknowbd-এ কিভাবে নিবন্ধন করতে হয়?
সাইটের একবারে উপরের ডান পাশে "icon" বক্সে প্রবেশ করলে " নিবন্ধন করুন " বাটন দেখতে পাবেন। নিবন্ধন করুন লিংকে যেতে হবে।



তারপর আপনার নাম, পাসওয়ার্ড, যে ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে নিবন্ধন করতে চান তা দিয়ে "নিবন্ধন কর" বাটন ক্লিক করুন। এরপর আপনার মেইলের ইনবক্স চেক করুন। কনফার্ম মেইল না পেলে, স্পাম মেইল ফোল্ডারে দেখুন। তাও যদি না পান, তাহলে কনফার্ম মেইলের লিংকের জন্য অপেক্ষা করুন। কনফার্ম মেইলের লিংক আসলে তাতে ক্লিক করে, নিবন্ধন সম্পূর্ণ করুন।

✓✓কিভাবে প্রশ্ন করব?


প্রথমেই আপনাকে "প্রশ্ন করুন" লিংকে যেতে।
আপনার প্রশ্নটি এক বাক্যে "এক বাক্যে প্রশ্ন টি :" বক্সের মধ্যে লিখুন।
এরপর বিভাগ নির্বাচন করুন। প্রশ্নটি সম্পর্কিত কোন বিভাগ না পেলে "অন্যান্য" বিভাগ সিলেক্ট করুন।
প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত লিখতে চাইলে, "এই প্রশ্নটির ব্যাখ্যামূলক তথ্য :" বক্সের মধ্যে বিস্তারিত লিখুন।
আপনার এই প্রশ্নটির উত্তরটি যদি আপনার ই-মেইল এর মাধ্যমে জানতে চান, তাহলে "এই প্রশ্নটির উত্তর সুলভ হলে কিংবা কেউ
মন্তব্য করলে আমাকে এই ই-মেইলে (your mail) জানাও" লেখাটি টিক চিহ্ন দিন।
সর্বোপরি "প্রশ্ন জিজ্ঞাসা করুন" বাটন টি ক্লিক করুন।

✓✓কিভাবে কোন প্রশ্নের উত্তর দিব?
আপনি যে প্রশ্নটির উত্তর দিতে চান, সেই প্রশ্নটিতে ক্লিক করুন। এরপর, প্রশ্নটির নিচের দিকে সবুজ রঙে "উত্তর দিন" নামে একটি বাটন দেখতে পাবেন। এবার উত্তর বক্সে আপনার উত্তরটি লিখবেন। উত্তর সম্পূর্ণ হলে, "উত্তর যোগ করুন" বাটনটি ক্লিক করুন।

✓✓কিভাবে উত্তরে ছবি আপলোড করব বা গুগল থেকে নেওয়া ছবি যোগ করব?
ছবি আপলোড করার ক্ষেত্রেঃ আপনি যেখানে উত্তর দিবেন তার একটু উপরে লক্ষ্য করলে দেখবেন যে, image নামে একটি ছোট্ট বাটন আছে সেখানে ক্লিক করে একটি বক্স ওপেন হবে।এরপর Upload এ ক্লিক করুন। তারপর send it to server এ ক্লিক করে, ছবির আকার আকৃতি দিন।(৬০০ পিক্সেলের বেশী প্রস্থ দিবেন না।) তারপর OK বাটনে ক্লিক করুন।



গুগল থেকে নেওয়া ছবি যোগ করার ক্ষেত্রেঃ মনে করেন, আপনি ফেসবুকের একটি ছবি যোগ করতে চান। এক্ষেত্রে আপনাকে ঐ ছবির url বা link সংগ্রহ করতে হবে। এরপর তা উত্তরের যেখানে ব্যবহার করতে চান, সেখানে ঐ ছবির url বা link পেষ্ট করে দিবেন। তাহলে উত্তরে ছবি যোগ হয়ে যাবে।



✓✓পাসওয়ার্ড পরিবর্তন করব কিভাবে ?
আপনার প্রোফাইলে গিয়ে ( আমার বিশদ বিবরণ ) পেজে যেতে হবে। এরপর একবারে নিচের দিকে "কূটশব্দ পরিবর্তন কর " ৩টি বক্স দেখতে পাবেন। প্রথম বক্সে আপনার পুরাতন পাসওয়ার্ড বা কূটশব্দ, দ্বিতীয় এবং তৃতীয় বক্সে আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে "কূটশব্দ পরিবর্তন কর " বাটনে ক্লিক করতে হবে।

✓✓আমার পয়েন্ট (০) হওয়ার পর, প্রশ্ন করতে পারছি না কেন?
প্রশ্ন করার জন্য আপনার ১ পয়েন্ট থাকা লাগবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ পয়েন্ট কাটা হয়। যখন পয়েন্ট ০ হয়ে যায়, তখন আপনি কোন প্রশ্ন করতে পারবেন না। এজন্য অন্য কারো একটি প্রশ্নের উত্তর দিয়ে আপনার অ্যাকাউন্টে ৩ পয়েন্ট যোগ করতে হবে

✓✓কিভাবে উত্তরে Youtube এর ভিডিও দিতে হয়?
এক্ষেত্রে আপনাকে ঐ ভিডিও -এর url বা link সংগ্রহ করতে হবে। এরপর তা উত্তরের যেখানে ব্যবহার করতে চান, সেখানে ঐ ভিডিও -এর url বা link পেষ্ট করে দিবেন। তাহলে উত্তরে ভিডিও যোগ হয়ে যাবে।


✓✓কেউ ভুল উত্তর দিলে সতর্ক করব কিভাবে?
কোন সদস্য যদি প্রশ্নের উত্তর ভুল বা অপ্রাসঙ্গিক দেয়, তাহলে সাথে সাথে উত্তরকারী ঐ উত্তরটি সতর্ক করে দিন। সেক্ষেত্রে উত্তরের নিচে "ধব্বজা যুক্ত কর" নামে বাটনটিতে ক্লিক করে দিন। সর্তক করা বা ধব্বজা যুক্ত করার পূর্বে মন্তব্য করে জানিয়ে দিন সর্তক করার কারণটি।

✓✓আমার পয়েন্ট কমে যায় কেন?
সাধারণত একটি প্রশ্ন করলে ১ পয়েন্ট বিয়োগ হয়। এছাড়া ভুল, আংশিক, অসম্পূর্ণ, যুক্তিহীন, অযৌক্তিক বা সঠিক উত্তর থাকার পরও উত্তর প্রদান করলে আপনার উত্তরটি মুছে ফেলা হয়। এতে করে আপনার পয়েন্ট কমে যায়।

✓✓কোন প্রশ্ন, উত্তর, মন্তব্য ডিলিট করবো কিভাবে?
প্রশ্ন, উত্তর, মন্তব্য ডিলিট করতে লুকাও এই বাটনগুলো ব্যাবহার করুন।

✓✓আমার প্রশ্নে উত্তর দেওয়া হয়েছে কিন্তু আমাকে ই-মেইলে জানানো হয় নি কেন?
আপনি যখন প্রশ্ন করেছিলেন তখন, "এই প্রশ্নটির উত্তর সুলভ হলে কিংবা কেউ মন্তব্য করলে আমাকে এই ই-মেইলে (........................) জানাও" চিহ্নটিতে টিক চিহ্ন দিতে হয়। হয়তো আপনি এই অপশনটি আনমার্ক করে দিয়েছেন। যার ফলে, আপনাকে ইমেইলে জানানো হয় নি।

✓✓আমি প্রতি মাসে কতটি প্রশ্নের উত্তর দিয়েছি তা কিভাবে জানব?
এক্ষেত্রে আপনাকে "সেরা ব্যবহারকারী" পেজের 20 জনের মধ্যে আপনি থাকতে হবে। তাহলেই প্রতি মাসে কতটি উত্তর দিয়েছেন তা দেখতে পারবেন। অন্যথায়, দেখা যাবে না।

✓✓প্রশ্ন ও উত্তর অনুমোদন পেতে এত দেরি হয় কেন?
Asknowbd-এর নিয়ম অনুসারে, একজন নিবন্ধিত নতুন সদস্যের ১৫০ পয়েন্টের কম থাকলে প্রশ্ন, উত্তর এবং মন্তব্য অনুমোদনের জন্য অপেক্ষামান থাকে। যা স্প্যাম বা সমন্বয় হিসেবে প্রশাসকগণের নিকট অপেক্ষামান থাকে। যাচাইকরণের পর তা অনুমোদিত হয়। প্রতিদিন অনেক প্রশ্ন উত্তর আসে যা যাচাই করতে কিছু সময় লাগে। এজন্য অনুমোদন দিতে কিছুটা সময় লাগে।

✓✓সদস্যনাম পরিবর্তন করার উপায় কি?
Asknowbd-এ অ্যাকাউন্ট খোলার পর কোন সদস্য তার নাম পরিবর্তন করতে পারবে না।

✓✓সেরা ব্যবহারকারী কি?
সেরা ব্যবহারকারী হল- প্রতি মাসে যারা সাইটে এক্টিব থেকে সবচেয়ে বেশী সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে বেশী সংখ্যক পয়েন্ট অর্জন করে "সেরা ব্যবহারকারী" পেজে যায়গা করে নেয়। যেখানে ২০ জন সদস্যের নামের তালিকা থাকে।

✓✓প্রশ্ন বা সদস্যের নামের ডানপাশের স্টার (★) চিহ্ন দ্বারা কি বুঝানো হয়েছে?
এখানে স্টার(★) চিহ্ন দ্বারা বুঝানো হয়েছে, উক্ত বা সদস্যেকে আপনার প্রিয় (Favourite) বা প্রশ্নটি সংরক্ষণ করা। যেন পরবর্তিতে যখন উক্ত প্রশ্ন বা সদস্যেকে খুঁজে পেতে আপনার জন্য সহজ হয়। ঐ প্রশ্ন বা সদস্যেকে দেখতে চাইলে, আপনি প্রোফাইলের উপরে "আমার প্রিয়" অপশনে ক্লিক করে দেখতে পারবেন।

✓✓আমার প্রশ্নের কোন উত্তর পাই না কেন?

কোন সদস্য প্রশ্ন করলে তার উত্তর পাওয়াটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করেঃ
আপনার প্রশ্নটি উত্তর দাতা স্পষ্ট বুঝতে পারছে কিনা।
আপনার প্রশ্নের উত্তর কারো জানা আছে কিনা।
আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা কারো আছে কিনা।
আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মত যথেষ্ট সময় কারো আছে কিনা .......... ইত্যাদি ।

✓✓অ্যাকাউন্ট বাধাগ্রস্থ হলে কিভাবে ফিরে পাব?
আপনার অ্যাকাউন্ট স্থগিত হলে, স্থগিত হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে আস্ক প্রশ্ন এর সম্পূর্ণ নীতিমালা মেনে নেওয়ার প্রতিশ্রুত দিয়ে ফিডব্যাকে আপনার অ্যাকাউন্টের লিঙ্ক সহ একটি মেইল পাঠালে, আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে।

জনপ্রিয় প্রশ্নসমূহ (গত 30 দিনের)

নোটিশ

এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Asknowbd কর্তৃপক্ষ বহন করবে না ৷
...