স্ট্যাডিয়া হচ্ছে গুগলের একটি ক্লাউড গেমিং সার্ভিস। এই সার্ভিসের সাহায্যে শুধুমাত্র গুগল ক্রোম ওয়েব ব্রাউজার এবং ইন্টারনেট ব্যবহার করে হাই রেজুলেশান গেইম খেলা যাবে। এখনকার প্রায় সব গেইমস গুলো খেলার জন্য ভালো কনফিগারেশনের পিসি/ল্যাপটপ দরকার হয়, কিন্তু যে সকল গেইমস গুলো গুগল স্ট্যাডিয়ার মাধ্যমে খেলা যাবে সেগুলো খেলার জন্য আপনার কাছে শুধুমাত্র ক্রোম ব্রাউজার আর ইন্টারনেট থাকলেই হবে।
মজার ব্যাপার হচ্ছে, গেইমগুলো গুগলের দানবীয় ডেটা সেন্টারে চলবে কিন্তু কন্ট্রোল করবেন আপনি!
এই সার্ভিস টি গত অক্টোবর, ২০১৮ সালে ক্লোজড বেটা রান করা হয়, যেখানে এসাসিন্স ক্রিড অডেসি - এই গেমটি খেলে দেখানো হয়েছে। ২০১৯ সালের শেষ দিকে এটি পাব্লিক রিলিজ করা হবে।
(সংগৃহীত )